৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩১

মনেতে পুষে রাখি একাত্তর, বিজয়

মোঃ মফিজুল হক

মনেতে পুষে রাখি একাত্তর, বিজয়

বায়ান্ন, ছেষট্রি, ঊনসত্তর কিংবা একাত্তর 

আপোষ করি নি ,
শকুনের থাবায় ক্ষতবিক্ষত সোনার উঠান
ভেঙ্গে যাই নি, 
মাথা উঁচু করে দাড়িয়েছি সহস্র প্রতিকূলতায়
থেমে যাই নি,
আজ তবে কেন থেমে যাওয়ার প্রশ্ন আসে?
দুর্নীতির কড়ার গ্রাসে থেমে যায় আমার বিজয়।
দূর সীমানায় সবুজ আলো
ভালোবেসে কাছে ডাকে, 
                       বারবার ডাকে;
সামনের শত বাধা, পেরুতে হবে পথ
অনেকবার পিছিয়ে গেছি, থেমে যাইনি 
নিজের মনে গড়েছি আরেকটা একাত্তর 
                      এনেছি বিজয়। 

লেখক: প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, মতিঝিল।


বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর