শিরোনাম
৬ ডিসেম্বর, ২০১৬ ০৪:২৯

নৈবেদ্য (২-৪)

দিদার মুহাম্মদ

নৈবেদ্য (২-৪)

নৈবেদ্য (২)
মন বিছানো এপথ দিয়ে যমুনাতে যাও
নগ্ন রেখো আলতারাঙা তোমার যুগল পাও

 

নৈবেদ্য (৩)
যে ফুলটি লজ্জায় লাল
যে হলদে রঙের পাখিটা উদাস,
যে আকাশ স্থবির নীল...
মনের দরজায় খিল দেওয়া মানুষটা কি বোঝে না
এখন বসন্তের দিন?

 

নৈবেদ্য (৪)
'পুরুষ, ততোটা শাসক নও তুমি
যতোটা শাসক নারীর চোখ!'

আমাকে তোমার চোখে প্রশ্রয় দাও,
তোমাকে আমার সর্বত্রে আশ্রয় দেব।
এরচে’ আর কী-ই-বা ভালো ব্যবসা হতে পারে,
যদি বিনিময় চাও!


কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার্স অব পারফরমিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।


বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর