১০ জানুয়ারি, ২০১৭ ০৫:২৪

নৈবেদ্য (১৫-১৮)

দিদার মুহাম্মদ

নৈবেদ্য (১৫-১৮)

নৈবেদ্য ১৫

নৈবেদ্যকে অগ্রাহ্য আর
নিবেদককে নিগৃহিত করা ছাড়া
কি-ই-বা করতে পারো দেবী?
আমিই বা কী করতে পারি যখন
আমার হৃদয়েই তোমার অধিষ্ঠান!

 

নৈবেদ্য ১৬
দেবী, হয় মিথ্যেগুলো স্বপ্ন,
নয়তো, স্বপ্নগুলো মিথ্যে
বল কোনটার জন্য বিদ্রুপ করলে তোমার তুষ্টি।

 

নৈবেদ্য ১৭
তোমার আঘাতে আমার মন জুড়ায়।
যদিও তাতেও তোমার স্বস্তি নেই।

 

নৈবেদ্য ১৮
মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছি
দেবী, তোমার অনুমতি না পেলে
কেমন করে ঢুকি
আমার হৃদয় মন্দিরে?

 

কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস​, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।


বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল

সর্বশেষ খবর