২৮ মার্চ, ২০১৭ ০২:২৯

নৈবেদ্য (৩৫-৩৭)

দিদার মুহাম্মদ

নৈবেদ্য (৩৫-৩৭)

নৈবেদ্য ৩৫

এ এক মহানরক
সংযম অথবা সংগম হতে দূরে
হৃদয় যাচ্ছে পুড়ে মাঝপথ বরাবর
যেন ত্রিকোণাকার কোন খড়গ

নৈবেদ্য ৩৬
একলা সে পথ, একলা আমি প্রান্তিকে
একলা সেও, দেয় নাকো ঠাঁই ভ্রান্তিকে
এখন আমার একলা আকাশ বৃষ্টি ঝরার দিন
প্রিয়ার চোখের নীলাভজ্যোতি আমার চোখে ঋণ

নৈবেদ্য ৩৭
মাথার মধ্যে ঢুকে গেছে শরীর।
বল প্রেম কি তোমায় এখনো পোড়ায়?
নাকি কাম!
ষড়ঋতুর দেশে কেউ থাকে
যার প্রভাত কৃষ্ণগহ্বরে হারিয়ে গেছে।


কবির পরিচিতি:
১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে কবি দিদার মুহাম্মদের জন্ম । পিতা ইদ্রিস আলী মোল্যা ও মাতা লুৎফুন্নাহার বেবি’র প্রথম সন্তান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতায় নিযুক্ত হন। বর্তমানে ভারত সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে থিয়েটার স্ট্যাডিজ-এ স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।

 

বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল

সর্বশেষ খবর