১৮ জুন, ২০১৭ ০৯:২৬

গোলকধাঁধা

আবির আহমেদ

গোলকধাঁধা

প্রতীকী ছবি

জগতটা একটা গোলকধাঁধা
কখনো কালা কখনো সাদা।

কি ঠিক কি বেঠিক!
স্বপ্ন নাকি বাস্তবিক,
নাকি সব কাল্পনিক?

কি আশা কি নিরাশা!
বেঁচেথাকা নাকি ভালোবাসা,
নাকি সব দুরাশা?

কি আশীর্বাদ কি সর্বনাশা!
প্রাপ্তি নাকি হতাশা,
নাকি সব ধোঁয়াশা?

কি সুখ কি দুখ!
অপ্রাপ্তি নাকি হাসিমুখ,
নাকি মনের অসুখ?

কি জীবন কি মরন!
প্রস্থান নাকি আগমন,
নাকি শুধু স্থানান্তকরণ?

কি সত্য কি মিথ্যাবুলি!
তুমি নাকি স্বপ্নগুলি,
নাকি সব চোরাবালি?

আমি অবুজ নাকি গাধা?
নাকি জগতটাই গোলকধাঁধা?


লেখক: শিক্ষার্থী, চতুর্থ বর্ষ, ফাইনান্স বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 


বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৭/হিমেল

সর্বশেষ খবর