১ আগস্ট, ২০১৭ ১২:৫২

লও হে অঞ্জলি মোর

সাকিব জামাল

লও হে অঞ্জলি মোর

প্রতীকী ছবি

বেদনায় শ্রাবণের জলধারা দুই নয়নে ঝরছে ,

মন মোর তোমারই শুন্যতায় অঝোরে কাঁদছে,

এই ক্ষণে এমনই হয় সবজনে- রবির অস্তে,

মনে হয় হৃদয়খানা কালো আঁধারে ঢাকছে!

 

২২ শে শ্রাবণই শুধু নয়, যখনই তোমারে মনে হয়,

দু:খ সায়রে মন ভাসে, কুলহারা মাঝি যেন এ হৃদয়।

সোনার তরীতে তোমাকে নিয়েও এই আমি বড্ড অসহায়

শরীরি উপস্থিতিহীন তোমার শূন্যতা, তোমার ঋণ- মেটাবার যে নয়!

 

তোমার অমর সৃষ্টিসকল পড়ি, সাথে-সাথেই তোমায় স্মরি

তোমার সান্নিধ্যহীন চিত্তখানি পায় না পুরোপুরি সুখ-হরি ।

তবু তোমার দান- বাংলা সাহিত্যের বিশ্বসম্মান দিয়েছে উজ্জ্বল করি

শতদলে, শত ফুলে- লও হে অঞ্জলি মোর, দাও হে- এ হৃদয় তুষ্ট করি!


(উৎসর্গ : কবিগুরুকে)

 

বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর