১৬ অক্টোবর, ২০১৭ ১৩:১৩
সনেট

অপরূপ হেমন্ত

সাকিব জামাল

অপরূপ হেমন্ত

প্রতীকী ছবি

হেমন্তের আগমনে নাচেরে বাঙালী,

ফসলের মৌ সৌরভে মেতে ওঠে প্রাণ।
আনন্দ জোয়ারে ভাসে সব মন মালী, 
আগামীর সুখ স্বপ্নে গায় শুভ গান।
নবান্নের উৎসব : বাজে ঐকতান,
ঐশ্বর্য, সুখ কামনা করে পুরো জাতি।
সুফলা, শস্য শ্যমলা, এ বাংলা প্রমাণ,
প্রাণের চেয়ে প্রিয় এই সোনার মাটি।
চিরায়ত এ ঐতিহ্য : গ্রোথিত হৃদয়ে,
নব অরুণ আলোয় চিত্রিত অবাক,
ঐতিহ্যের ধারাপাত সুখ সিক্ত থাক,
কালের প্রবাহে আজ অন্তর্মূখী সবে।
মন ক্যানভাসে তবু গ্রাম বাংলা দীপ্ত,
অপরূপের হেমন্ত, শুভ হোক নিত্য।


বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল

সর্বশেষ খবর