২০ ডিসেম্বর, ২০১৭ ১৪:১১

প্রহরের গান- ৬

দিদার মুহাম্মদ

প্রহরের গান- ৬

আমি কেমন করে বলি

স্মৃতিরা মাটি কামড়ে পড়ে থাকে দুঃখের মতো
জীবনটা ফেলে এসেছি কোন তৃণবৎ হৃদয়ে
এখন কেবল প্রতি নিঃশ্বাসে মৃত্যু
কাল এক অধরা প্রেমের গল্প ফেঁদেছি
শুনে তুমি হাসবে
আমি ভুল দেখবো, হৃদয়ের তৃণ সব পুড়ে গেছে
কালো ছাইয়ে খোদিত স্মৃতি, তৃণ সব পুড়ে গেছে
সমকাল কেন কালসম হবে না -এ মর্মে 
তৃণ সব পুড়ে যাবে
তাতে লিখে রাখা প্রতিটি আলাপ হবে দগ্ধ বিলাপ
এ মর্মে কাল একটি অধরা প্রেমের গল্প ফেঁদেছি
শুনে তুমি হাসবে

যদি ক্ষতগুলোই তোমাকে দেখাই
তবে কী থাকলো গোপন বলো?
নিয়ত খুঁজে ফেরা চোখের মতো সুখের সমান
কী আছে বলো অনুভূতিরা যতটা শীতল 
কেবল চুঁইয়ে পড়া দুঃখের আলোক সজ্জায়
সস্তাদরে ঠিকরে পড়া দু'ফোটা জল
আমি কেমন করে বলি
বিচ্ছেদের পূ্র্বে ফিরিয়ে দাও দেনমোহর- 
গড়ে দেওয়া তৃণভূমি
আমি কেমন করে বলি
এই চোখ কখনো সখনো স্থির জলসীমা।

কবি: প্রাক্তন শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস​, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।


বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর