১৬ জানুয়ারি, ২০১৮ ১২:৫৫

ঘোড়ার গাড়ি

আজমা নাহিদ খুশি:

ঘোড়ার গাড়ি

সংগৃহীত ছবি

ঘোড়ার গাড়ি, বল তোমায়

কোথায় গেলে পাব?

এই দুপুরে ঝাঁঝাঁ রোদ
কোন সে পাড়ায় যাব?

ঘোড়ার গাড়ি, তুমি আমার 
মনের মত গাড়ি।
তোমার কাছে আছে জমা 
গল্প সারি সারি।

ঘোড়ার গাড়ি, তুমি আমার 
রঙিন ছেলেবেলা।
তোমার স্মৃতি জাগায় মনে 
কত্ত মজার মেলা।

ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি
ছুটছে দুটি ঘোড়া।
পীচের পথে উড়ছে যেন 
পক্ষীরাজের জোড়া।

ঘোড়ার গাড়ি, তোমার চাকা 
ঘুরছে খুশির সুরে;
খোকা-খুকির দলটি নিয়ে যাচ্ছে অচিনপুরে।

ঘোড়ার গাড়ি, তোমার মনে আছে নিখুঁত গাথাঁ
আমার প্রিয় ঢাকার কিছু ইতিহাসের পাতা।


শিক্ষার্থী, একাদশ শ্রেণি। ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ।

বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

সর্বশেষ খবর