১৯ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৪৫

মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে মানববন্ধন

মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছেন তরুণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রোট্যার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি ও এশিয়ান ইয়্যুথ সেন্টার যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে রোট্যার‌্যাক্ট ক্লাব অব ঢাকা  ইউনিভার্সিটির সভাপতি রোট্যার‌্যাক্টর মহিনুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ক্লাবের সাধারণ সম্পাদক আকলিমা জান্নাত প্রমুখ অংশ নেন।  

এসময় বক্তারা মিয়ানমারের গণহত্যা অবিলম্বে বন্ধ করার প্রতি জোর দেন। এছাড়া এ সমস্যা সমাধানে বিশ্ব মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর