২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:২৩
সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী

সোয়া ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে, এসেছে ২৫০ মেট্রিক টন চাল

অনলাইন ডেস্ক

সোয়া ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে, এসেছে ২৫০ মেট্রিক টন চাল

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বরেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতায় ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় এবং বিভিন্ন জায়গায় অবস্থান করায় প্রকৃত সংখ্যা কম বা বেশি হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি  আরও বলেন, এদের মধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৫৭৫ জন বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছেন।

মন্ত্রী বলেন, ‘২৫ আগস্টের পর নতুন করে বিপুল সংখ্যক রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে নদী ও সাগর পেরিয়ে বাংলাদেশে এসেছে। নারী-শিশু ও অসহায় অনুপ্রবেশকারীদের করুণ চিত্র বিশ্ববাসীর নজরে এসেছে, বাংলাদেশ ও বিশ্ববাসী এ নিয়ে বিশেষ উদ্বিগ্ন। অসহায় এসব মানুষের দুঃখ-দুর্দশা মানবিক সংকট তৈরি করেছে।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, “সম্পূর্ণ মানবিক কারণে আমরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি। অতি দ্রুত মিয়ানমার তার নাগরিকদের ফেরত নেবে এইটাই আমাদের প্রত্যাশা।

ত্রাণমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রোহিঙ্গাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫০০ মেট্রিক টন জিআর চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর দেশি-বিদেশি সংস্থা থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল পাওয়া গেছে। এ ছাড়া ২০ টন আটাসহ অন্যান্য ত্রাণ সমগ্রী পাওয়া গেছে। ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) আগামী ৪ মাস ৪ লাখ পরিবারকে খাবার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি জানান।


বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর