২১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:০২

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চলছে: ব্রিটিশ এমপি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চলছে: ব্রিটিশ এমপি

সংগৃহীত ছবি

মিয়ানমারে স্পষ্ট জাতিগত নিধন চলছে উল্লেখ করে এ হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ওপর চাপ বাড়ানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তারা এ কথা বলেন। চীন এবং রাশিয়াকে মিয়ানমারের হত্যাযজ্ঞ বন্ধে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন।

অ্যান মেইন বলেন, আমরা খুবই মর্মাহত, সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হয়েছে। আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে তা অবশ্যই ভয়ঙ্কর। রোহিঙ্গা ইস্যুতে সামর্থ্যানুযায়ী বাংলাদেশ যা করছে তা প্রশংসনীয়।

প্রতিনিধিদলটি গত মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।

বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর