২১ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৪৮

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন হিজড়ারা

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন হিজড়ারা

এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়। টেকনাফের উনছিপ্রাং, লম্বাবিল, নয়াপাড়া ও লেদা এলাকায় ২ সহস্রাধিক অসহায় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের মাঝে খাবার, পানি ও নগদ অর্থ বিতরণ করেন তারা।

ত্রাণ বিতরণ করতে আসা প্রিংকা নামের এক হিজরা জানান, তাদের আয়ের একটা অংশ দিয়ে অসহায় রোহিঙ্গদের মাঝে মানবিক হাত বাড়িয়ে দিলাম। তারা খুব অসহায় এবং নির্যাতিত তাই তাদের পাশে এসে দাড়ালাম আমরা।

ময়ূরী নামের আরেক হিজড়া বলেন, বার্মার রাখাইনরা রোহিঙ্গাদের ওপর প্রচুর নির্যাতন চালায়। তাদের নির্যাতনের মুখে রোহিঙ্গারা ধনসম্পদ ফেলে চলে আসে তাই অসহায রোহিঙ্গাদের মাঝে আমাদের সম্প্রদায়ের সম্মলিত পাশে দাঁড়ানো।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর