২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩১

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপড় নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঈমাম ও ওলামা পরিষদ জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ঈমাম ও ওলামা পরিষদ জেলা শাখার আহবায়ক মুফতি ওবায়দুল মতিন, সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার ঈমামগণ।
 
এসময় বক্তারা বলেন, রোহিঙ্গাদের উপড় সকল ধরনের অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। সেই সাথে আর্ন্তজাতিকভাবে উদ্যোগ নিয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা। 

মানববন্ধনে ঈমাম, ছাত্র, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্ততা প্রকাশ করেন। 

 

বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর