২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০২:২০

৭৯ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল র‌্যাব

অনলাইন ডেস্ক

৭৯ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল র‌্যাব

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৭৯ রোহিঙ্গাকে কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার আশিকুর রহমান জানান, উদ্ধার ৭৯ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে পরিচয় গোপন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া ৭৯ জনের মধ্যে ৩৫ জন নারী, ৯ জন পুরুষ ও ৩৫ জন শিশু বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

বিডিপ্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর