২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০২

এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

অনলাইন ডেস্ক


এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে এইডস আক্রান্ত দুই নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার রাতে কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে তাদের হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত দুইজন নারী ভর্তি হয়েছেন। তাদের একজনের  বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। এখন পর্যন্ত এই শরণার্থীদের সংখ্যা ৪ লাখ পেরিয়ে গেছে। তবে আগের বেশিভাগ গুলি ও জখমের পাশাপাশি বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও এবার এইডস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর