২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৪৭

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক: ত্রাণমন্ত্রী

ফাইল ছবি

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেছেন,'মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা অনুপ্রবেশকারী। সরকার মানবিক কারণে সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছে। আর বাংলাদেশে আসার পর যেসব শিশু ভূমিষ্ট হয়েছে তারা মিয়ানমারের নাগরিক। তাদের মিয়ানমারের নাগরিক হিসেবেই বাংলাদেশ সরকার জন্ম সনদ দিচ্ছে। মা ও শিশু উভয়ই মিয়ানমারের নাগরিক।' 

সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল উপস্থিত ছিলেন।

ত্রাণমন্ত্রী আরও জানান, 'নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে।'

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের বেশ কিছু পুলিশ চৌকিতে হামলার জন্য আরসাকে  দায়ী করে রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান শুরু করলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এই সহিংসতা থেকে বাঁচতে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এ সময় অনেক রোহিঙ্গা মা সন্তান প্রসব করেন।

বিডিপ্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর