১৮ অক্টোবর, ২০১৭ ১০:১৬
রোহিঙ্গা সংকট

মিয়ানমারের অনুরোধে খাদ্য ঘাটতির রিপোর্ট গোপন করেছে জাতিসংঘ!

অনলাইন ডেস্ক

মিয়ানমারের অনুরোধে খাদ্য ঘাটতির রিপোর্ট গোপন করেছে জাতিসংঘ!

রোহিঙ্গা সংকট ইস্যুতে নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে তেমনই একটি তথ্য। মিয়ানমার সরকারের অনুরোধে জাতিসংঘ দেশটিতে শিশুদের ভয়াবহ খাদ্য সংকটের কথা গোপন করেছে। গত জুলাইয়ে এ ঘটনা ঘটেছে।

জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি রিপোর্টে উঠে আসে 'রাখাইনের কমপক্ষে ৮০ হাজার শিশু ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। তাদের ওজন ক্রমাগতভাবে কমছে যা উদ্বেগজনক।' পরে মিয়ানমার সরকারের অনুরোধে সেই রিপোর্ট আর প্রকাশ করেনি ডব্লিউএফপি।

এ রিপোর্টটি প্রকাশ না করার কারণ জানতে চাইলে ডব্লিউএফপি জানায়, মিয়ানমার সরকারের অনুরোধে তারা এমনটি করেছে। কারণ সে দেশের সরকার দাবি করে, এ বিষয়ে ডব্লিউএফপির সঙ্গে একটি যৌথ রিপোর্ট প্রকাশ করবে তারা। এ ক্ষেত্রে মিয়ানমারের বিভিন্ন মন্ত্রণালয় ডব্লিউএফপির সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়। 

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর