৩ নভেম্বর, ২০১৭ ১৬:৩২

মার্কিন সিনেটে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব

অনলাইন ডেস্ক

মার্কিন সিনেটে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব

আমেরিকার সিনেটে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তোলা হচ্ছে। মিয়ানমারে ক্রমবর্ধমান মানবিক সঙ্কটে এটিকে আমেরিকার নেয়া সবচেয়ে কড়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার প্রস্তাবটি তোলা হবে।

সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গাদের বিতাড়ন ও হত্যার জেরে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জাতিসংঘের অভিবাসী সংস্থার হিসেবে গত আগস্টের পর থেকে এ পর্যন্ত আট লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে অবস্থান করছে। তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এজন্য মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়। সূত্র : এনবিসি

বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর