৪ নভেম্বর, ২০১৭ ১৭:২৫

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সায়মন হেনশ ও পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হ্যাদার নুয়াট। এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়ার ওপর যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

মুখপাত্র বলেন, এখানে আশ্রিত রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন মার্কিন সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। যাতে রোহিঙ্গারা আর্থিক ও মানসিক ভাবে কষ্ট না পায়। এর আগে ২২ সদস্যের মার্কিন প্রতিনিধিদল কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর