৪ নভেম্বর, ২০১৭ ২২:১১

৩০ হাজার রোহিঙ্গা শিশুদের মাঝে পোষাক বিতরণ

আয়ুবুল ইসলাম, কক্সবাজার:

৩০ হাজার রোহিঙ্গা শিশুদের মাঝে পোষাক বিতরণ

মিয়ানমার সেনাবাহিনীর নির্মমতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের মাঝে উন্নতমানের পোষাক বিতরণ করেছে একটি আন্তর্জাতিক পোষাক তৈরিকারক প্রতিষ্ঠান। সেনাবাহিনীর সহযোগিতায়  ৩ ও ৪ নভেম্বর দুইদিনব্যাপী উখিয়ার কুতুবপালং ২নং ক্যাম্পে ৩০ হাজার রোহিঙ্গা শিশুদের মাঝে এ পোষাক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জিয়া সরকার, পাবলিক রিলেশন কর্মকর্তা সাইদুর রহমান, এডমিন ম্যানেজার আবু তাহের লিংকন, প্রোডাকশন ও কোয়ালিটি ম্যানেজার মাসুদুল হক, প্রধান হিসাব কর্মকর্তা নাদের আব্বাস, সাইদ আহমেদ, মামুন রেজা, মুরাদ হোসেন, সুজন রায়, আশ্রাফুজ্জামান প্রমুখ। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমে ক্যাম্পের দায়িত্বরত মেজর আতিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সবুজ সহযোগিতা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর