সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
পাঠকের লেখা

ভূতেরা যদি ফেসবুক চালাতো

আহমেদ বায়েজীদ

ভূতেরা যদি ফেসবুক চালাতো

সেলিব্রেটি ভূতের স্ট্যাটাস-

অন্ধকারে আমাদের বসবাস, অন্ধকার আমাদের জীবন-মরণ। কিন্তু মানব সমাজে বড় বড় সন্ত্রাসী আর গুণ্ডাদের অন্ধকার জগতের মানুষ বলে ডাকা হয়। এটা আমাদের জন্য অপমানজনক। আমাদের অন্ধকারকে নিয়ে মানুষদের এই দুঃসাহস মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

 

প্রেমিক ভূতের স্ট্যাটাস-

হে পেত্নীকন্যা, হাজারও ফেক আইডির ভিড়ে তোমার আছড় ঠিকই খুঁজে পাই হৃদয়ের অন্ধকার কোণে। তোমার মনের সব অাঁধার শুধু আমারই জন্য রেখো। কথা দিলাম আমি পাশে থাকলে কোনো দিন এক ফোঁটা আলোও ছুঁতে পারবে না তোমায়।

তুমি আমার প্রিয় পেত্নী।

কবি ভূতের স্ট্যাটাস-

'অন্ধকার যত যুত হয়, কবিতা তত মজবুত হয়।' আজকের অন্ধকারটা একদম হারিয়ে যাওয়ার মতো, এরকম পরিবেশেই হয়তো লেখা হয়েছিল ভূত সাহিত্যের অমর কাব্যগুলো। লাইফ ইজ বিউটিফুল!

চ্যাংড়া ভূতের স্ট্যাটাস-

ফ্রেন্ডস, আজ ফেক আইডি দিয়ে এক সেলিব্রেটিরে সূর্য আর টিউবলাইটের ছবি ট্যাগ করেছি। দেখি ব্যাটার অবস্থা কী হয়। তোমরা লিংকে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে আস আর মজা দেখ।

লুতুপুতু মেয়ে ভূতের স্ট্যাটাস-

আজ সব বান্ধবী মিলে প্রেতাত্দা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। অনেক সেলফি তুলেছি। একটা ভূত আমাকে দেখেই বলল- এই যে ভূতসুন্দরী!

 

 

 

সর্বশেষ খবর