সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাড়ি ভাড়া বাড়ার নেপথ্যে

মহসিন মিজি

বাড়ি ভাড়া বাড়ার নেপথ্যে

বছরের শুরুতেই বাড়ছে বাড়ি ভাড়া। অজুহাত হিসেবে রয়েছে গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নানান জিনিসের দাম বৃদ্ধি। কিন্তু এ ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, চলুন দেখা যাক সেগুলো কী...

আপনাকে মিতব্যয়ী হওয়ার শিক্ষা দিতে-

 

নিশ্চয়ই জানেন, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি... বিদ্যুৎ চলে গেলে তাদের ঘরে মোমবাতি থাকে না। অহেতুক অপচয় মোটেই ভালো নয়। আপনার বাসায় ব্যাপক অপচয়ের গন্ধ পেয়ে বাড়িওয়ালা কি বসে থাকতে পারেন? আপনি যখন বউ নিয়ে দুদিন বাদেই শপিংয়ে দৌড়ান, ঘন ঘন চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে পকেটের বারোটা বাজান। তখন এসব দেখে বাড়িওয়ালার টনক না নড়ে কি পারে? তখন তিনি ভাবতে বসেন কোন কৌশলে আপনাকে মিতব্যয়িতা শিক্ষা দেবেন। ভাবতে ভাবতে যখন বছর শেষ হয়ে নতুন বছরের ক্যালেন্ডার চলে আসে বাসায়, তখন তার মাথায় বুদ্ধি আসে, 'আরে! ওদের ভাড়াটা বাড়াইয়া দিলেই তো হয়। তখন এমনিতেই খরচ-টরচ কমাইয়া দিব বাড়তি ভাড়ার চাপে।' সেই থেকে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মিতব্যয়িতা শেখানোর জন্য হলেও প্রতি বছরের শুরুর দিকে বাড়ি ভাড়া বাড়িয়ে দিতেই পারেন। সব কিছু নেগেটিভলি নিলে তো হবে না।

মিতব্যয়ী হলে আপনার কত লাভ হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? আপনি তো খালি বাড়িওয়ালার বাড়ি ভাড়া বাড়ানোটাই দেখলেন।

বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার জন্য-

 

তিনি বাড়িওয়ালা। বাড়িওয়ালা হলেই যে কাড়ি কাড়ি টাকা আছে এমনটি ভাবতে যাচ্ছেন কেন? তা ছাড়া তাই বলে কি আর কোনো কিছু হতে ইচ্ছা করবে না তার? হয়ত তার সব বন্ধুর গাড়ি আছে। বাড়িওয়ালা হয়েও তার একটি গাড়ি নেই, এই লজ্জায় তিনি বন্ধুদের আড্ডায় যেতে পারেন না। তাই এবার বাড়িওয়ালা থেকে গাড়িওয়ালা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন সাহস করে। আর ভাড়া বৃদ্ধির নোটিস পাঠিয়ে দিলেন প্রত্যেক ভাড়াটিয়া বরাবর। সেই বাড়তি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ সঞ্চয় করেই তো তিনি মালিক হবেন স্বপ্নের গাড়ির।

 

নতুন চাহিদা মেটানোর জন্য-

 

নতুন বছর এলেই কত কিছুর চাহিদা সৃষ্টি হয় নতুন করে। এটা লাগবে সেটা লাগবে, জানালার গ্লাস পাল্টাতে হবে, দরজার লক অকেজো ইত্যাদি বিভিন্ন রকমের চাহিদার চাপে পড়েন বাড়িওয়ালা। সেই চাপে যেন দিশাহারা হতে না হয়, তাই বাড়তি চাপটা ভাড়াটিয়াদের মাথায় চালান করে দেন। কবি বলেছেন, 'সবার তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে...'

 

 

সর্বশেষ খবর