সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সাংকেতিক প্রেমালাপ

কাসাফাদ্দৌজা নোমান

সাংকেতিক প্রেমালাপ

বড় ভাই তোলপাড় প্রেম করতেন। প্রায় দেখতাম আমরা আশপাশে থাকাকালীন প্রেমিকা ফোন দিলে ফিসফিস করে কি যেন বলার চেষ্টা করেন। শেষমেশ বলেন, এপিএম! একদিন দুইদিন তিনদিন বুঝিনি। প্রথম প্রথম নিজেই আবিষ্কার করার চেষ্টা করলাম। এপিএম জিনিসটা কি? এ-তে এপেল পি-তে প্রাইম এম-তে ম্যাঙ্গো। 'আপেল প্রধান আম' বাক্যটি কোনো অর্থ বহন করে না। অতএব ব্যর্থ হয়ে ভাইকে ধরলাম। তিনি প্রথম বলতে চাইলেন না। পরবর্তীতে বাধ্য হয়ে জানালেন এ-তে আশে পি-তে পাশে এম-তে মানুষ। মানে হলো, তুমি যে দুষ্টুমি করছ সেটা এখন হবে না কারণ আশেপাশে মানুষ। ভয়াবহ আবিষ্কারটা প্রেমিক-প্রেমিকারা জানতে পারলে লুফে নেবে। এই ফোন-ভাইবারে আড়িপাতার যুগে শান্তিমতো প্রেমের আর উপায় কী? ডেটিংয়ের সময় ঠিক করা, স্বামীকে দেওয়া বাজারের ফর্দসহ নানা রকমের কথোপকথন দৈনিক ফাঁস হয়ে গেলে কেমন হবে কে জানে। বিপাকে পড়বে প্রেমিক-প্রেমিকারাও। জগতে প্রেম ভালোবাসার দরকার আছে। এদিক দিয়ে এই দরকারটা বাবারা বোঝেন না। সেটা কী কোমলমতি প্রেমিক-প্রেমিকাদের দোষ? তারা একটু লুকিয়ে চুকিয়ে প্রেম করবে, ফোনে ফিসফিস করে আলাপ করবে, এটাও রেকর্ড করে ফেললে? তারা কী আবার একলাই থাকা শুরু করবে? এসব প্রশ্নের উত্তর কেউ দেবে না। এসব ভাবতে ভাবতে আমি ক্রমেই বিদ্রোহী হয়ে উঠছিলাম। কারণ প্রেমটা টুকটাক আমিও করি। অতএব পেটভরে বিরিয়ানি খেয়ে ভাবতে শুরু করলাম। টানা তিন চারদিন গবেষণা করে আবিষ্কার করলাম সাংকেতিক ভাষা ব্যবহার ছাড়া উপায় নেই। বড় ভাইয়ের আইডিয়ায় কিছু সাংকেতিক ভাষা আবিষ্কার করলাম। কিছু নমুনা আপনাদের উদ্দেশ্যে নিচে দেওয়া হলো মূলবাক্যসহ-

তোমাকে ছাড়া আমি বাঁচব না : টিসিএবিএন

চলো পালিয়ে যাই

: সিপিজে।

তোমার বাবাকে ডরাই না: টিবিডিএন।

তোমার বাবার সম্পত্তি কী আমাকে লিখে দিবে? : টিবিএসকেএলডি।

আমার সঙ্গে প্রেম করবা?

: এএসপিকে।

তুমি একটা অসভ্য : টিএও।

তুমি একদম সময় দাও না : টিএএসডিএন।

চলো কাল দেখা করি : সিকেডিকে।

চলো বিয়ে করি : সিবিকে।

তোমার সঙ্গে আমার রিলেশন রাখা সম্ভব না : টিএসএআরআরএসএন।

উপরের নমুনাগুলো থেকে নিজের প্রয়োজনমতো আবিষ্কার করে ফেলতে পারেন যে কেউ। এমনকি ব্যবহার করতে পারেন আপনার প্রেমেও। এতে আপনার প্রেম হবে নিরাপদ এবং শক্তিশালী। কোনো দুষ্টু যদি আপনাদের কথোপকথনে আড়িপাতে তবে এলিয়েনদের প্রেম ভেবে ভয়ে আড়িপাতা ছেড়ে দেবে!

 

 

সর্বশেষ খবর