সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা

প্রেম-বিষয়ক কয়েকটি সূত্র

মুহাম্মাদ আসাদুল্লাহ

প্রেম-বিষয়ক কয়েকটি সূত্র

প্রাচীনকাল থেকেই বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য হালি হালি সূত্র প্রণয়ন করা হয়েছে। ঠিক তেমনি প্রেমজনিত সমস্যা সমাধানের জন্য কিছু সূত্র থাকা আবশ্যক। সূত্রগুলো অনেক কষ্টে সংকলন করা হলো। দুয়েকটি বাদ পড়েছে অবশ্য...

** আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে যাচ্ছেতাই মনে করবে।

** আপনি যাকে যাচ্ছেতাই মনে করছেন সে-ই আপনাকে প্রকৃত ভালোবাসবে।

** নিশ্চিতভাবে হারানোর পরই যদি ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে যান, তাহলে বুঝবেন, এটাই ছিল ভালোবাসা।

** কাউকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কের সব কোষ তার দখলে চলে যাবে, যখন তাকে ভুলতে চাইবেন সবার আগে বিদ্রোহ করবে মস্তিষ্ক।

** ছেলে যদি মেয়ের চেয়ে রূপে-গুণে, মানিব্যাগে এগিয়ে থাকে তবে জেনে রাখুন মেয়ের ভালোবাসাই 'রিয়েল লাভ'। ছেলেটা খামোখাই ঘুরছে।

** মেয়েটা আপনাকে প্রেমিক না বন্ধু ভাবছে কনফিউজড? জাস্ট স্যালারি শিট ধরিয়ে দিন। তারপর দেখুন, আপনি উনার কী লাগেন!

** যদি সত্যি ভালোবাসেন, ভালোবাসার মানুষকে পরীক্ষা করবেন না। একজন ভালো ছাত্রও নানান কারণে ফেল করে। আমরা জানি, আপনি ফেল্টুস ছাত্র।

** আত্দবিশ্বাস কম থাকলে ভালোবাসার দরকার নাই।

** ভালোবাসা পোষ না মানা বন্য পাখির মতো। তাই নিজে পোষ মেনে লক্ষ্মী হয়ে থাকুন।

** ভালোবাসার মানুষকে হিরো বা হিরোইনদের মতো ভাববেন না। নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনি সিনেমা করলে ফ্লপ খেত।

** সর্বনাশের আগে কখনো বোঝা যায় না কোনটা ভালোবাসা।

** প্রেম হলো ফেসবুক আইডির মতো, আপনি বুঝছেন ক্ষতি হচ্ছে, তবু ডিঅ্যাকটিভেট করতে পারেন না।

** ভালোবাসা আর টাকা ধার নেওয়া বন্ধুর মধ্যে অদ্ভুত মিল আছে। দুইটাকেই আপনি খুঁজে বেড়াবেন কিন্তু সচরাচর দেখা পাবেন না।

 

 

সর্বশেষ খবর