সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

টিশার্ট বৃত্তান্ত

শরীফ বিল্লাহ

টিশার্ট বৃত্তান্ত

'টি' অর্থ চা আর শার্ট অর্থ জামা। সুতরাং টিশার্ট অর্থ কি দাঁড়ায় তা আপনারা হিসাব-নিকাশ করে বের করে ফেলুন। আমার হিসাব করার সময় নেই, কারণ আমি খুব ব্যস্ত আছি। পুরুষরা এই টিশার্ট পরে থাকে। মেয়েরাও যে এই টিশার্ট পরতে পারবে না তা কোনো কাব্যগ্রন্থে লেখা নেই। সাধারণত গরমের দিন টিশার্ট পরা হয় তবে শীতকালেও এই শার্ট পরলে কেউ কিছু বলবে না। তবে গরমের দিন কেউ টিশার্ট না পরে শাড়ি পরলেও খুব আরামবোধ হবে। দেখতে একেবারেই খারাপ লাগবে না। তবে কারও কারও মুখ থেকে শুনতে পারেন, 'গরমে পোলাডা পাগল হই গেছে রে।'

টিশার্ট প্যান্টের সঙ্গে পরলে দেখতে খুব ভালো লাগে। টিশার্টের সঙ্গে জিন্স প্যান্টও পরা যায়। যাদের এতদিন প্রেমজনিত খরা যাচ্ছে তারা দু'একটা প্রেম ভাগিয়ে নিতে পারবেন। যারা জিন্স প্যান্ট খুঁজে পাচ্ছেন না তারা লুঙ্গির সঙ্গে পরতে পারেন। সাহস করে একটা লুঙ্গি ড্যান্স দিয়ে দিতে পারেন। তবে লুঙ্গি ড্যান্স দিয়ে দেওয়ার সময় লুঙ্গিটা হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন। আবার কখন খুলে...। আধুনিক ডিজাইনের নানা পদের টিশার্ট বাজারে পাওয়া যায়। বাজারের কথা শুনে আবার আপনি সবজি বাজারে চলে যাবেন না। বাজার বলতে মার্কেটের কথা বুঝানো হচ্ছে। মার্কেটে গিয়ে আপনি বিক্রেতাকে বলবেন, ভাই আপনার কাছে টিশার্ট আছে। তিনি আপনাকে ছেঁড়া থেকে শুরু করে অত্যন্ত ভালোগুলো দেখাবে। আপনি বিশেষজ্ঞদের মতো খুঁটিয়ে খুঁটিয়ে ভালোগুলো কিনতে ভুল করবেন না। আবার দোকানদারের সামনে বেশি বিশেষজ্ঞ সাজতে যাবে না না তাহলে সে আপনাকে ছেঁড়াগুলো ধরিয়ে দিতে পারে। তখন বাড়িতে আসলে বউয়ের মৃদু কথাচার্জ আপনার ওপর পড়তে পারে। রোডের ওপর থেকে কোনো টিশার্ট কিনবেন না, যতই চোখ বেইমানি করুক। সাহস করে যদি একবার কিনে ফেলেন তাহলে গায়ের ছাল গায়ে থাকবে না। সব টিশার্টের সঙ্গে উঠে আসবে। নানা দামের টিশার্ট বাজারে পাওয়া যায়। দোকানদার যে দাম বলবে আপনি তার অর্ধেক দাম বলবেন। একটা কথা মনে রাখবেন দামাদামিই টিশার্টের মূল্য নির্ধারণ করবে। নিজে দামাদামি করতে না পারলে কয়েকজন চাঁপাবাজ বন্ধু নিয়ে দামাদামি করতে পারেন। প্রয়োজনে দামাদামি করার জন্য বেতন দিয়ে একজন লোক নিয়োগ করতে পারেন।

 

সর্বশেষ খবর