সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

এই গরমে বৃষ্টি আনার ব্যতিক্রমী উপায়

অনামিকা মণ্ডল

এই গরমে বৃষ্টি আনার ব্যতিক্রমী উপায়

আবহাওয়া বার্তা-

আমরা অধিকাংশই মনেপ্রাণে বিশ্বাস করি যে টিভি রেডিওতে আবহাওয়া বার্তায় যা বলা হয়, বাস্তবে হয় ঠিক তার উল্টো। এই বিশ্বাস থেকে একটা কাজ করা যেতে পারে।

আবহাওয়া বার্তা বহনকারীদের বেশি বেশি করে বৃষ্টি না হওয়ার পূর্বাভাস দিতে বলা যেতে পারে। এতে বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল আকার ধারণ করতে পারে।

ঋতুর নাম পরিবর্তন-

মানে গ্রীষ্মকালে বৃষ্টির চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তখন পর্যাপ্ত বৃষ্টি হয় না, হয় বর্ষাকালে। সুতরাং ঋতুর নাম পরিবর্তনের ব্যাপারটা নিয়ে ভাবাভাবির এখনই সময় । বর্ষাকালকে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালকে বর্ষাকাল নামকরণ করা যেতে পারে। তখন দেখবেন গ্রীষ্মকালে বৃষ্টির অভাব নেই।

বৃষ্টি এ্যাপস-

এখন স্মার্ট ফোনের যুগ। এ্যাপসে এ্যাপসে দুনিয়া সয়লাব। এখনই উপযুক্ত সময় বৃষ্টি এ্যাপস তৈরি করার। এতে যখন যার বৃষ্টি দরকার তখন সে তার স্মার্ট ফোনে এ্যাপটি চালু করতে পারবে। তখনই বৃষ্টির ফ্লেভার পৌঁছে যাবে তার মস্তিষ্কে, স্ট্যাটাস দিবে- ফিলিং রেইনিং।

 

সর্বশেষ খবর