সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীতের কাছে লাভলেটার

ইয়াছিন খন্দকার লোভা

শীতের কাছে লাভলেটার

ওগো প্রিয় শীত,

জানু, কেমন আছো? এত দিন পর ফিরলে?

দীর্ঘ এক বছর ধরে তোমাকে না দেখার কারণে আমি খুব একটা ভালো ছিলাম না। তুমি এত পাষাণ কী করে হতে পারলে? এত দিন পর্যন্ত কেউ কি কাউকে ভুলে থাকতে পারে? তুমি না থাকাতে ওই বদমাশ গরমটা আমার পিছু নিয়েছিল। আমি ওই বদমাশের কারণে ঠিকমতো চলাফেরা করতে পারিনি। বাসা থেকে কোথাও যাওয়ার জন্য ঘুরতে বের হলে অথবা কাজের ক্ষেত্রে বাইরে গেলেও সে আমাকে প্রতিদিনই ডিস্টার্ব করত। এ অবস্থায় আমি তখন যতই তাকে ভেগে যাওয়ার কথা বলতাম, আমার থেকে দূরে যাওয়ার কথা বলতাম সে ততই আমার পিছু নিত। আমাকে সে নিত্য জ্বালাতন করত। ঘুমাতে গেলেও শান্তিভাবে ঘুমাতে দিত না। কিন্তু তাকে মন থেকে কখনোই চাইতাম না।

বিশ্বাস করো ‘জানু’,

আমি তোমাকে তখন খুব মিস করেছিলাম। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। অথচ তুমি আমাকে একটুও মনে করোনি। তবুও আমি তোমার ওপর রাগ করিনি। কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি অনেক সুইট। আজ তুমি ফিরে এসেছো দেখে ওই বদমাশ গরমটা আর আমাকে ঘরে-বাইরে কোনো প্রকার ডিস্টার্ব করতে পারছে না। আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমার জন্য আমি জানটাও দিতে রাজি আছি। আজ তুমি ফিরে এসেছো দেখে আমি ভীষণ আনন্দিত। কথা দাও তুমি আমাকে আর ভুলে যাবে না। তুমি আমাকে আর ছেড়ে যেও না।

ইতি

তোমার ‘জান’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর