সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আসন্ন ‘ফোর জি’ রঙ্গ

রাফিউজ্জামান সিফাত

আসন্ন ‘ফোর জি’ রঙ্গ

ভিডিও গেমের মহোৎসব—

যুগ পাল্টাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ ইদানীংকালের ছেলেমেয়েরা এখন ডেটিংয়ে সময় দেওয়া অপেক্ষা  ভিডিও গেমে অধিক সময় দিচ্ছে। তাদের কাছে ঢাকার রাস্তার জ্যাম পার হয়ে ডেটিংয়ে যাওয়া অপেক্ষা বাসায় আরামে বসে অনলাইনে পরিচিত-অপরিচিতদের সঙ্গে গেম খেলায় আনন্দ বেশি। ফোর জি সেবা চালু হলে দেশে আরও মারাত্মক পর্যায়ে গেম খেলার উৎসব চালু হবে। এতে  একদিকে যেমন ডেটিংকালীন খরচ বেঁচে যাবে অন্যদিকে জাতি পেয়ে যাবে তুখোড় কিছু অনলাইন ভিডিও গেম স্পেশালিস্ট।

ফেসবুক পোস্টের রমরমা মৌসুম—

ফোর জি চালু হওয়া মানে দিনে আর ছয় সাতখানা বেশি ফেসবুক পোস্ট আপডেট। এতে ফেসবুকজীবীদের প্রাত্যহিক কাজ আরও বেড়ে যাবে। তাদের আরও অধিক পরিমাণে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেসবুকে টিকে থাকতে হবে। বিপরীত দিকে এই সময়ে অধিক ফেসবুক চ্যাট করতে গিয়ে বিভিন্নজনকে সমানভাবে সময় দেওয়া নিয়েও ক্যাঁচাল লাগতে পারে। প্রেমিকাদেরও অভিযোগের পরিমাণ বেড়ে যাবে যে, কেন  তাদের প্রোফাইল পিকচার পরির্তনের জাস্ট নাউতে লাইক কমেন্ট দেওয়া হলো না!

বেড়ে যাবে ভুঁইফোড় ওয়েবসাইটের ঝকমারি—

দ্রুত গতির ইন্টারনেট সুবিধার ফলে বেড়ে যাবে আবগাছ গাবগাছ ওয়েবসাইটের দৌরাত্ম্য। তাদের বিভিন্ন আজগুবি পোস্টে অনলাইনের আকাশ বাতাস ভারী হয়ে যাবে। গুজবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কোনটা আসল কোনটা নকল। এমনকি ফোর জি নিয়েও বের হয়ে যেতে পারে বিভিন্ন মুখরোচক সংবাদ।

উদাহরণস্বরূপ— ফোর জির আঘাতে ক্ষতবিক্ষত নায়িকা! অপরাধী কে! (ভিডিওসহ)

ছবি তোলা, মুভি দেখা, গান শোনা ধুমধাম চলবে—

আগে ছবি তুলে আপলোড দিতে গিয়ে ধীরগতির জন্য ছবি আপলোডের উৎসাহ হারিয়ে যেত। এখন যেখানে সেখানে ছবি তুলে অনলাইনে আপলোড দিয়ে দেওয়া হবে। রান্নাঘর থেকে ক্লাসরুম, বাসস্ট্যান্ড থেকে পাবলিক টয়লেট সর্বত্র সবাই ছবি তুলে ফেসবুকে আপলোড করে  দেবে মুহূর্তে। তাছাড়া বাড়িয়ে দেবে মুভি দেখার অফুরন্ত সুযোগ। অনেকে মুভি বানিয়ে ইউটিউবে ছেড়ে দিতে পারে যখন তখন। তাছাড়া সারাদিন এয়ারফোন গুঁজে গান শোনা তো চলবেই। গানের চাপে কানের কি হাল হতে পারে সেটা অনুমান করতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর