সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

বউয়ের ওপর টেলিভিশন কেনার প্রভাব

বউয়ের ওপর টেলিভিশন কেনার প্রভাব

টেলিভিশন কীভাবে বউয়ের ওপর প্রভাব ফেলতে পারে দেখে নিন...

 

► বউয়ের হাতে তৈরি সব খাবারে খুব স্বাদ ছিল। যেটা এখন আর নেই। এখন লবণ বাদে হলুদের রঙে রঙিন হয় রান্না করা তরকারি।

 

► টিভি কেনার আগে অফিস থেকে ফিরতে দেরি হলে হাজারবার ফোন দিত। আর এখন তিনদিন বাড়ি না এলেও মিসকলও আসে না।

 

► আগে চা না খাইতে চাইলে রাগ করত। আর এখন চা খেতে চাইলে চোখ বড় করে।

বলত, ঠাণ্ডা ভাত খেলে গ্যাস হয় শরীর ঠিক থাকে না। আর এখন বলে তিন বেলা গরম খেলে শরীর খারাপ হয়।

 

► সকালবেলা আমাকে ঘুমোতে দিত না। আর এখন আমি না খেয়ে অফিসে চলে যাই, তবুও বউয়ের ঘুম ভাঙে না।

 

► আগে শুধু বাংলায় কথা বলত আর এখন হিন্দিতেও বলতে শোনা যায়।

 

► আগে শাড়ি পরত। এখন ঝিলিক শাড়ি আর পাখি জামা ছাড়া কিছু চিনে না ।

 

► আগে বিদ্যুৎ বিল ২৯৬ টাকা হতো এখন ১০৯৬ টাকা হয়।

 

► টিভি কেনার আগে আমাকে  ভালোবাসত। এখন ভালোবাসে টিভিকে।

— এস আর শানু খান

মনোখালী, মাগুরা

সর্বশেষ খবর