সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

রোগীরা কষ্টের মাঝেও আমাকে দেখে হাসে

— ডা. এজাজুল ইসলাম, অভিনেতা

রোগীরা কষ্টের মাঝেও আমাকে দেখে হাসে

অবসরে কী করেন?

— অবসর নাই ভাই। তো আর কী করব। তবে যদি একটু আধটু পাই তখন একা বসে নতুন কাজের কল্পনা করি ।

 

হাসি-খুশি থাকার জন্য কী করা দরকার?

— দুঃখকে পাত্তা দেওয়া উচিত নয়!

 

প্রেম করতে কী গুণ লাগে?

— প্রেম করতে প্রেম লাগে! যথাযথ প্রেম!

 

আপনার কি সে গুণ ছিল?

— অনেক বেশি ছিল। এখনো আছে। বলতে পারেন আমি অনেক বড় প্রেমিক।

 

অভিনয়ে তো অনেকের সঙ্গে প্রেম করেন, বাস্তবে কয়জনের সঙ্গে?

— বিশ্বাস করুন আমি আমার বউ ছাড়া আর কারও সঙ্গে প্রেম করি না।

 

একজন স্বামী হিসেবে আপনি কেমন?

— একজন স্বামী হিসেবে আমি অনেক ভালো।

 

আপনার প্রিয় শখ কী?

— ঘুরে বেড়ানো। তবে সেটা কিন্তু সুন্দর জায়গা হতে হবে।

 

সেদিন স্বপ্নে যা দেখতে পেলেন, বলেন

— হাজার হাজার লোক আমায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করছে। আর চিৎকার করে বলছে, ভালো অভিনয় কর না কেন!

 

নাটকে তো আপনি অনেক দুষ্টু চরিত্রে অভিনয় করেন। বাস্তবে আপনি কেমন?

— আমি নাটকে দুষ্টু হলেও বাস্তবে কিন্তু সব কাজ ঠিকই করি। আমি একজন ভালো মানুষ। সবসময় ভালো কাজ করার চেষ্টা করি।

 

কী দেখে আফসোস হয়?

— যখন ক্রিকেট খেলা দেখি তখন খুব আফসোস হয় কেন যে খেলোয়াড় হলাম না!

 

দিনে আপনি ললিপপ কয়টা খেয়ে থাকেন?

— ললিপপ খাবার যখন বয়স ছিল তখন প্রচুর খেয়েছি। এখন তো বয়স পার হয়ে গেছে, তাই দিনে একটিও ললিপপ খাওয়া হয় না।

 

তারা তিনজন সিরিয়ালে ফুচকা বিক্রেতার অভিনয় করছেন। বাস্তবে ফুচকার ব্যবসা করার ইচ্ছা রয়েছে কি?

— ফুচকার ব্যবসা তো দূরের কথা জীবনে কখনো আর ফুচকাই খাব না। একবার ধানমন্ডি লেকে বসে আছি। ফুচকা খাবার খুব শখ হলো। তাই এক লোকাল দোকানে গেলাম। ফুচকা কিনলাম। খেলাম। কিছুক্ষণ পর পেটে হ-য-ব-র-ল অবস্থা। সেই থেকে শপথ করছি। জীবনে কখনো ফুচকা খাবও না, আর ব্যবসা ভুলেও করব না।

 

রোগীরা নাকি আপনাকে দেখলেই হাসে?

— এতে আমার খুব ভালো লাগে। রোগীদের এত কষ্টের মাঝেও যে হাসাতে পারি, এটা কী চাট্টিখানি কথা!

 

ভালো হতে পয়সা লাগে না কেন?

— বেশির ভাগ ভালো কাজ করতেই পয়সা লাগে না। তাই আর কী।

 

গরমে আপনার কেমন লাগে?

গরমকে সহ্য করে নেওয়া উচিত। গরমকে গরম মনে করা উচিত নয়।

- ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর