সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

যানজটে বসে না থেকে পায়ে হেঁটে বাসায় ফিরুন

------------নাদিয়া, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী

যানজটে বসে না থেকে পায়ে হেঁটে বাসায় ফিরুন

রান্না করতে কেমন লাগে?

— অনেক ভালো লাগে ।

 

কী রান্না বেশি করেন?

— ঝাল দিয়ে তরকারি রান্না করতে ভালো লাগে। তবে কিন্তু সেটা আবার বেশি ঝাল নয়।

 

কখনো কি অতিথিদের রান্না করে খাওয়ান?

— হ্যাঁ, কেন নয়। আর আমাকে দেখে কি আপনার কৃপণ মনে হয়।

 

অতিথিকে আবার ঝাল খাবার খাওয়ান নাকি?

— না। তাদের ঝাল খাওয়াই না। তবে তাদের রুচি অনুযায়ী খাবার পরিবেশন করি।

 

আপনি তো গানের তালে তালে নাচেন। নিজে কি গান গাইতে পারেন?

— হ্যাঁ, অবশ্যই পারি।  তখন সেটা নাচের তালে তালে গান গাই।

 

নাচ এবং গান কোনটি ভালো লাগে? কেন?

— অবশ্যই নাচতে ভালো লাগে। কারণ আমি নাচতে ভালো পারি, তাই আরকি। যে কোনো মিউজিক শুনলেই পা নড়ে ওঠে।

 

নাচ গান গেল। এবার বলুন কখনো কি কারও প্রেমে পড়েছিলেন?

— হ্যাঁ, অনেকবার পড়েছি। তবে সেটা হয়তো নাটকের থেকে কিছু কম হবে।

 

জীবনে কাউকে ছ্যাঁকা দিয়েছেন?

— ছ্যাঁকা কাউকে না দিলেও নিজে অনেকবার ছ্যাঁকা খেয়েছি। তবে সেটা ইস্ত্রির কাছ থেকে।

 

বৃষ্টিতে আপনার কী মন চায়?

— বৃষ্টিতে ভিজতে খুব মন চায়। তবে জ্বরের ভয়ও আবার করে।

 

নাদিয়ার প্রিয় ডায়ালগ?

— শুটিং শেষে পরিচালকরা যখন বলেন ‘প্যাক-আপ’।

 

যাও পাখি বল তারে নাটকে অভিনয় করেছেন, এখন যদি এই ডায়ালগটা কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে বলা হয়?

— মোবাইল থাকতে পাখিকে বলার দরকার কী? একটা কল করলেই তো হয়।

 

ঘুমের মধ্যে স্বপ্নে কিছু দেখেন?

— আমার পাখা গজিয়েছে। সবাই যানজটে আটকে থাকলেও আমি পাখা মেলে উড়ে যাচ্ছি!

 

জনপ্রিয় একটা গান রয়েছে, ‘ভাল লাগে ফুল, ভাল লাগে চাঁদ, আর ভাল লাগে তোমাকে’ আসলে সে কে?

— ঘরের আয়নাটাকে। ঘরে আয়না না থাকলে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির লুকিং গ্লাসে চেহারা দেখতে হতো। কী ভয়ঙ্কর!

 

গন্তব্য নিরুদ্দেশ নাটকে অভিনয় করেছেন? কখনো নিরুদ্দেশ হতে মন চায়?

— মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে যাবার নেই মানা। কিন্তু সেটা মনে মনেই রাখি।

 

যানজটের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পরামর্শ কি?

— যানজটে বসে না থেকে পায়ে হেঁটে বাসায় ফিরুন। আপনারা আজ থেকেই শুরু করে দিন।

 

‘সকালে উঠে আমি মনে মনে বলি’ কবিতাটির লাইন দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা যায়?

— আমি তো সকালে উঠে মনে মনে কিছু বলি না, যা বলার মুখে মুখে বলি!

 

বই পড়তে কেমন লাগে?

—বই পড়তে বেশ ভালোবাসি। কিন্তু বই পড়তে গেলে ঘুমিয়ে পড়ি।

 

মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত। মিষ্টি খেতে কেমন লাগে?

— মিষ্টি মেয়ে হিসেবে সবার কাছে বেশ পরিচিত থাকলেও মিষ্টি আমার কাছে একদম অপ্রিয়। বেশি ঝালকেই বেশি পছন্দ আমার।

 

 

ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর