সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বাজেটের ব্যস্তানুপাতিক তত্ত্ব

রজত পাল

বাজেটের ব্যস্তানুপাতিক তত্ত্ব

♦ মোবাইলের কলরেট গার্লফ্রেন্ডের ব্যস্তানুপাতিক। বাজেটে মোবাইলের কলরেট

বেড়ে গেলে ধীরে ধীরে গার্লফ্রেন্ডের সংখ্যা কমে যায়। অন্যদিকে কান ভালো থাকে। কানের ডাক্তার দেখানোর ফিস বাঁচে।

 

♦ পেট্রল মোটরসাইকেলের ব্যস্তানুপাতিক। কারণ বাজেটে পেট্রলের দাম বাড়লে  মোটরসাইকেল নিয়ে মহল্লার চিপায়, অলিতে-গলিতে পাতি নেতাগিরির পরিমাণ কমে যায়।

 

♦ বিদ্যুৎ বিল, পানির ট্যাংকে পানি উত্তোলনের ব্যস্তানুপাতিক। বাজেটে বিদ্যুৎ বিল বাড়লে বাড়ির মালিকের ঘড়িতে ট্যাংকে পানি উত্তোলনের সময় কমে যায়। তখন পানির ট্যাংকের অর্ধেক পানি ট্যাংক ফুল হিসেবে বিবেচিত হয়।

 

♦ ভ্যাট পণ্য মানের ব্যস্তানুপাতিক। কোনো পণ্যে ভ্যাট বাড়লে পণ্যের গুণগতমান চামে কমে যায়।

 

♦ বাজেট পাবলিকের সন্তুষ্টির ব্যস্তানুপাতিক। প্রতিবছর বাজেট যত বাড়ে পাবলিকের মনের সন্তুষ্টি তত কমে।

 

 

♦ বাজেট প্রেমিকের সম্পর্ক ব্যস্তানুপাতিক। বাজেট বাড়লেও প্রেমিকের কিছু যায় আসে না, কমলেও কিছু যায় আসে না। কারণ বাজেটে প্রেমে বরাদ্দ নেই।

— প্রথম বর্ষ, সংস্কৃত বিভাগ

জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর