সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

ভালোবাসার জন্য ভালো রান্না করার গুণ থাকা দরকার

কোনাল, কণ্ঠশিল্পী

ভালোবাসার জন্য ভালো রান্না করার গুণ থাকা দরকার

বর্ষাকাল চলছে। জীবনে কখনো বর্ষায় কদম ফুল পেয়েছেন?

— একবার না, দুইবার না, বহুবার পেয়েছি।

 

কখনো কি কাউকে কদম ফুল দেওয়ার ইচ্ছা জাগে?

— না।

 

কেন?

—কদম ফুল কাউকে দিতে চাই না। দিলে দামি কিছু দিব।

 

আপনি যেমনি ভালো গায়িকা তেমনি সুন্দরী। রহস্যটা কি?

— তা তো জানি  না। আপনারাই প্রশ্ন করেছেন আপনারই ভালো বলতে পারবেন রহস্যটা।

 

আপনার গাওয়া একটি গান আছে ‘আবার ভালোবাসার স্বাদ জাগে’ বাস্তবে আসলে কি তাই?

— ভালোবাসা মানুষকে সভ্য করে তোলে। প্রতিটি মানুষের ভিতর ভালোবাসার স্বাদ জাগানো উচিত।

 

কখনো কি কেউ আপনার প্রেমে পড়েছিল?

— সে কথা আর নতুন করে মনে করে দিবেন না। জীবনে কত মানুষ যে, কতভাবে আমাকে প্রোপোজ করেছে তার কোনো হিসাব নেই।

 

আপনি কখনো কারও প্রেমে পড়েছেন?

— হ্যাঁ, কেন পড়ব না। আমি সিনেমা দেখে প্রেমে পড়েছিলাম।

ভালোবাসার জন্য কি গুণ থাকা দরকার?

— ভালোবাসার জন্য ভালো রান্না করার গুণ থাকা দরকার।

 

আপনি গানের পাশাপাশি উপস্থাপনা করেন। কোনটি সহজ মনে হয়?

— দুটোই ভীষণ কঠিন কাজ। আমি আবার কঠিন কাজ ভালোবাসি।

 

গায়িকা না হলে কী হতেন?

— শিক্ষিকা হতাম।

 

কী খেতে বেশি ভালোবাসেন?

— কফি খেতে ভালোবাসি। আপনারা আবার ভাববেন না, আমি ভাব নেওয়ার জন্য এটা বলছি।

 

ঈদ মার্কেটিং করতে কেমন লাগে?

— খুবই বিরক্তি লাগে। মানুষের ভিড় খুবই এড়িয়ে চলতে ইচ্ছা করে।

 

ঈদ গিফট দিতে নাকি নিতে ভালো লাগে?

— ঈদ গিফট দিতেই বেশি ভালো লাগে। শুধু ঈদেই না, বছরজুড়ে যে কোনো গিফট দিতেই আমার ভালো লাগে।

 

যানজটে আপনি কি করেন?

— ইউটিভে গান দেখতে দেখতে ঘুমিয়ে যাই।

 

না চাহিলে যারে পাওয়া যায়, সেটা কী?

— দ্বিমুখী মানুষ।  যেটা চাই না কিন্তু সামনে চলে আসে।

 

সকালে উঠিয়া আপনি মনে মনে কি বলেন?

— সারাদিন আমি যেন আরও একটু ভালোবাসা করি।

 

মাঝে মাঝ স্বপ্নে কি দেখেন?

— আমি অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছি!

 

কখনো কখনো মনে হয়?

— আরও আগে জন্ম নিলে ক্যাসেট বিক্রি হতো।

 

ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর