সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

বায়োমেট্রিকের প্রভাব

বায়োমেট্রিকের প্রভাব

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন প্রবাদ-প্রবচনের ওপর যেসব প্রভাব ফেলতে পারে—

► বহুকাল ধরে চলে আসা প্রবাদ ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’। এর বদলে মানুষ হঠাৎ বলতে শুরু করেছে ‘যত বড় আঙ্গুল নয়, তত বড় ছাপ!’।

এ ছাড়া হতে পারে— ‘ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি’। এর বদলে ‘আঙ্গুল  দেখেছ, ছাপ দেখনি’।

 

► চলচ্চিত্রেও বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধন বেশ ভালো প্রভাব  ফেলতে পারে। যেমন ভবিষ্যতে আমরা হয়তো কোনো নায়কের মুখে সংলাপ শুনব, ‘চৌধুরী সাহেব! আমি গরিব হতে পারি, কিন্তু আমারও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম আছে!’

অথবা নায়িকা হয়তো ভিলেনকে শাসিয়ে বলবে, ‘শয়তান!  তুই আমার আগুল পাবি, কিন্তু ছাপ পাবি না...’

—হাসিব শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর