সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

প্রিজমা ভাইরাস

বর্তমানে একপ্রকার নতুন ভাইরাসজনিত রোগ আবিষ্কৃত হয়েছে। চলুন এই রোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক—

 

রোগের নাম : প্রিজমা

রোগের কারণ : প্রিজমা নামক ভাইরাস

রোগ বিস্তারে সহায়ক মাধ্যম : ফেসবুক

যারা এই রোগে আক্রান্ত হয় : বিশেষভাবে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

এই রোগ হলে যা হয় : ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার বিকৃত করে অনেকটা কার্টুন টাইপের ছবি করে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করা হয়।

রোগটির প্রতিরোধ : প্রিজমা প্রোফাইল পিকচার আপলোডকারী থেকে দূরে থাকা এবং তাদের ব্লক করা।

রোগটির প্রতিকার : ফেসবুকের প্রিজমা প্রোফাইল পিকচার সরিয়ে  ফেলে সেখানে নিজের ভাল প্রোফাইল পিকচার আপলোড করা।

                        

— সুদিপ্ত কুমার নাগ

এইচএসসি পরীক্ষার্থী,সরকারি এম এম সিটি কলেজ,খুলনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর