সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

সিনেমায় গান করে হিরো-হিরোইনদের নাচিয়ে থাকি

কণা, সংগীতশিল্পী

সিনেমায় গান করে হিরো-হিরোইনদের নাচিয়ে থাকি

হলিউডে সিনেমায় সুযোগ পেলে অভিনয় করবেন কি?

— সুযোগ হাতছাড়া করা বোকাদের কাজ। তাই সুযোগ পেলে হলিউডে অভিনয় করব। 

 

ভালো গায়িকা হওয়ার সহজ উপায় কী?

— ভালো গায়িকা হতে হলে গান শিখতে হবে আর শখের গায়িকা হতে হলে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে এবং বাজারে গান ছাড়তে হবে।

 

আপনার একটি জনপ্রিয় গান ‘ধিন তানা বাজে’ গানটি শুনলে নাকি নাচতে শুরু করেন? কথাটি কতটা সত্য?

— একসময় গান শুনলেই নাচ শুরু করতাম। এখন শ্রোতাদের হাতে ছেড়ে দিয়েছি, তারা শুনলেই নাকি নাচ শুরু করেন।

 

স্টেজ শোতে গান গাইতে নাকি সিনেমায় গান গাইতে ভালো লাগে? ভালো লাগার কারণ?

— দুটোতেই গান গাইতে ভালো লাগে। স্টেজ শোতে গান করে অনেককে সরাসরি নাচিয়ে থাকি। আর সিনেমায় গান করে হিরো-হিরোইনদের নাচিয়ে থাকি ।

 

আপনার প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, ভবিষ্যতে কি পাটিগণিত ভালোবাসা নামে ক্যাসেট বের করার ইচ্ছা রয়েছে?

— পাটিগণিত ভালোবাসা নামে ক্যাসেট আসার কোনো সম্ভাবনা নেই। কারণ ছোটবেলায় আমি জ্যামিতি ভালো বুঝতাম। আর পাটিগণিত বুঝতেই পারতাম না। তাই জ্যামিতিক ভালোবাসা নামে ক্যাসেট বের করছি।

 

রোমান্টিক গান গেয়ে অনেককে ভালোবাসায় উত্সাহ দিয়ে থাকেন? নিজে কখনো প্রেম করেছেন?

— হ্যাঁ। প্রেম করছি তো! প্রেম না করার কোনো প্রশ্নই আসে না।

 

যখন কোনো গানের শব্দ কানে আসে তখন আপনি কি করেন?

—গান শুনতে শুরু করি।

 

গায়িকা না হলে কি হতেন?

— বিজ্ঞান বিভাগের স্কুলশিক্ষিকা হতাম। 

 

মাঝে মধ্যে যা ভেবে অবাক হন?

— মাঝে মধ্যে ভেবে অবাক হই আমি একদিন বুড়ি হব!

ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর