সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

বউকে বাজেটের চেয়ে কম দিলেই তার চোখে কৃপণ হয়ে যাই

চঞ্চল চৌধুরী, অভিনেতা

বউকে বাজেটের চেয়ে কম দিলেই তার চোখে কৃপণ হয়ে যাই

সকালে উঠিয়া আপনি মনে মনে কি বলেন?

—সারা দিন আমি যেন যানজটের কবলে নাহি পড়ি।

 

আপনার নাম চঞ্চল। বাস্তবে আপনি কতটা চঞ্চল?

— নামের থেকে আরও বেশি চঞ্চল।

 

যাহা ভাবতে আপনার অবাক লাগে?

— আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে।

 

নাটকে তো বেশ কৃপণের অভিনয় করে থাকেন। ভাবীর কাছে আপনি কেমন?

— বউকে তার বাজেটের থেকে কম দিলেই তার চোখে কৃপণ হয়ে যাই।

 

যাও পাখি বল তারে...

— সে যেন আমারে মনে না রাখে।

 

কবির ভূমিকায়ও অভিনয় করেছেন। কখনো কি কবি হওয়ার সাধ ছিল?

— কবি হওয়ার সাধ ছিল কিনা মনে  নেই। তবে আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে জগতে আমরা সবাই কবি।

 

ছেলেবেলায় কী ধরনের কবিতা লিখছেন। সামনে কি কোনো কাব্যগ্রন্থ আসার সম্ভাবনা আছে?

— ভাষার ওপর কবিতা লিখেছি। তা নিজের জন্য। সামনে কাব্যগ্রন্থ আসার কোনো সম্ভাবনা নেই।

 

নিরীহ এবং বিরহ শব্দ দুটি সম্পর্কে আপনার মতামত কী?

— কেউ বিরহে পড়লে এমনিতেই নিরীহ হয়ে যায়।

 

অভিনেতা না হলে যা হতাম—

— চিত্রশিল্পী হয়ে ছবি আঁকতাম।

 

বউ এবং টেলিভিশনের মাঝে মিল কোথায়?

— দুটিরই ভলিয়ম বাড়ে-কমে।

 

চটপটি খেতে আপনার কেমন লাগে?

— তা চটপট করে বলা মুশকিল। আপনারা আনেন আমি খেয়ে দেখি!

 

মাঝে মধ্যে কী মনে হয়?

— জীবনের কোনো দাম নেই। জীবনটা একবারেই মূল্যহীন।

       

মাঝির অভিনয় করতে কেমন লাগে?

— বেশ ভালোই। তবে একসঙ্গে দুটিকে কন্ট্রোল করা খুব কঠিন ।

 

সাক্ষাৎকার— ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর