সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

কলেজ জীবনে অনেকের সঙ্গেই প্রেমের অভিনয় করেছি

সাজু খাদেম, অভিনেতা

কলেজ জীবনে অনেকের সঙ্গেই প্রেমের অভিনয় করেছি

আঁকাআঁকি করতে কেমন লাগে?

— ভালো লাগে। আমি আঁকতে খুব পছন্দ করি।

 

কখনো কি প্রিয়জনের ছবি এঁকেছেন?

— এঁকেছি। কিন্তু প্রিয়জনদের ছবি আঁকলে চেহেরার সঙ্গে মিলে না।

 

আপনি নাকি বই পড়তে ভালোবাসেন?

— হ্যাঁ, বই পড়তে ভালোবাসি। কিন্তু রুমে টিভি আসার পর আর বই পড়তে ভালো লাগে না।

 

গানও নাকি গেয়ে থাকেন?

— গান গাওয়ার আগে হারমোনিয়াম বাজাতে পছন্দ করি।

 

স্কুল জীবনের প্রেমের স্মৃতি মনে আছে?

— স্কুল জীবনে একজনের প্রেমে পড়েছিলাম কিন্তু কীভাবে অফার করতে হয় তা তখন বুঝিনি। অবশেষে তাকে আর অফার করতে পারিনি।

 

ঢাবি পড়ার সময় মজার স্মৃতি?

— চারুকলায় ভর্তি হওয়ার পর গ্রামের এক বড় ভাই বলল, তুমি পড়াশোনা ছেড়ে দিলা। আসলে তারা বুঝত না যে চারুকলা একটা সাবজেক্ট।

 

ছেলেবেলায় কী স্বপ্ন দেখতেন?

— ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতাম অভিনয় করব। তাই কলেজ জীবনে অনেকের সঙ্গে প্রেমের অভিনয় করেছি।

 

অভিনেতা না হলে কী হতেন?

— নেতা হয়ে যেতাম।

 

অভিনয়, আঁকাআঁকির পাশাপাশি আর কী ভালো লাগে?

— আমার নাচতে খুব ভালো লাগে। সময় পেলেই নাচতে শুরু করি। কিন্তু নিজে নাচা থেকে অন্যকে নাচাতে বেশি পছন্দ করি।

 

নাটকে তো করেনই, বাস্তবে কয়টি প্রেম করেছেন?

— জানা-অজানা, বলা না-বলা অনেক!

 

কাছাকাছি নাটকে মস্তানের অভিনয় করছেন। জীবনে কখনো মস্তানি করেছেন?

— আমার মনে হয় আমরা সবাই  কোনো না কোনোভাবে মস্তানি করি।

 

যে ধরনের প্রশ্ন আপনি একদম অপছন্দ করেন...?

— আপনার শাড়িটা কোন দেশ থেকে ক্রয় করেছেন?

 

সকালে উঠিয়া আপনি...

— আবার ঘুমিয়ে পড়ি!

 

সবশেষে যা বলতে চান—

— আপনাদের অহেতুক সময় নষ্ট করে ফেললাম। এবার থামেন আর সময় নষ্ট করতে চাই না।

ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর