সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অলিম্পিকে যে কারণে আমরা সোনা জয় করতে পারিনি

রাফিউজ্জামান সিফাত

অলিম্পিকে যে কারণে আমরা সোনা জয় করতে পারিনি

অলিম্পিকে সোনা জয় করার পর সেটি খাওয়ার চেষ্টা করছেন ফিলিপস

বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অলিম্পিকে কোনো সোনা জয় করতে পারেনি, সেটি নিয়ে চলছে গবেষণা। সেগুলোর মধ্যে সবচেয়ে ফালতু গবেষণাটি জেনে নিন—

 

দৌড়ে সোনা জয় না করার কারণ

প্রেমিকারা তাদের প্রেমিকদের যেভাবে দৌড়ের ওপর রাখে সে হিসেবে উসাইন বোল্টকে টেক্কা দিয়ে দৌড়ে বাংলাদেশের যে কোনো প্রেমিক চাইলেই সোনা জয় করতে পারে। কিন্তু এখানে ছোট্ট সমস্যা আছে। প্রেমিক যদি দৌড় দিয়ে সোনা জয় করতে ব্রাজিল  যেত তবে তাদের প্রেমিকা তখন কাকে সকাল-বিকাল দৌড়ানো প্র্যাকটিস  করাতো? তাই  এবার দৌড়ে কেউ বাংলাদেশের পক্ষে অলিম্পিকে সোনা জয় করেনি।  

 

ফুটবলে কেন সোনা পেলাম নাং

ফুটবলে অলিম্পিকে সোনা জয় করতে না পারার পেছনে প্রধান কারণ আমাদের বংশ পরম্পরা ঐতিহ্য। আমাদের বাপ দাদারা ব্রাজিল-আর্জেন্টিনা সাপোর্ট করে বাড়ির ছাদে পতাকা টাঙিয়ে এসেছে সারাটা জীবন। তাদের বংশধর হয়ে আমরা কীভাবে পারতাম ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে খেলতে? এটা বেশ চ্যালেঞ্জিং। তাই আমরা ফুটবলে সোনা জয় করতে যাইনি। উল্টো ব্রাজিলকে টিভিতে সাপোর্ট দিয়ে জিতিয়ে দিয়েছি।

 

সাঁতারে কেন সোনা জয় করতে পারলাম না

এটাকে মানবতা বলে। বিবেচনা বোধ বলে। মাইকেল ফিলিপস ছেলেটা বিগত কয়েক বছর যাবৎ চেষ্টা করে  যাচ্ছে রেকর্ড গড়তে। তাই মানবতার খাতিরে তাকে ২১ তম সোনা জয়ের সুযোগ করে দিতেই এবার সাঁতারে আমরা সোনা জয় দূরের কথা, অংশগ্রহণই করিনি। অংশগ্রহণ করলে ফিলিপস-টিলিপসের  বেইল ছিল না। 

 

আমাদের বিমানবন্দর ভর্তি সোনা

 

কিছুদিন পর পর বাংলাদেশের বিমানবন্দরে ভরি ভরি সোনা আটক করার খবর পাওয়া যায়। এতো এতো সোনা যে দেশের বিমানবন্দরে আটক হয় সে দেশ কষ্ট করে কেন অলিম্পিকে সোনা জয় করতে যাবে? আমাদের  কি সোনার অভাব আছে? একটুও নেই। আমেরিকা, চীন, রাশিয়ার অভাব, তাই তারা অলিম্পিকে সোনা জয় করতে যায়। আমাদের এমনিতেই অনেক আছে। আমাদের সোনা জয় অপচয় বলে যদি কেউ পাছে মন্দ বলে তখন জবাবটা কী দিব আমরা?

সর্বশেষ খবর