সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলিশের দাম কমার পর...

ইলিশের দাম কমার পর কি হচ্ছে বা আরও কি হতে পারে সেটাই জানাচ্ছেন— সোহানুর রহমান অনন্ত

ইলিশের দাম কমার পর...

উপহার পাবে ইলিশ : এসময় বিয়ে করলে উপহার হিসেবে আর কিছু পান বা না পান অতিথিদের কাছ থেকে হালি হালি ইলিশ ঠিকই পাবেন। তাই বুদ্ধি করে বিয়ের অনুষ্ঠানের খাবারের ইলিশ দিয়ে চালিয়ে দিতে পারেন। এতে খরচও কমবে আবার হালি হালি পাওয়া ইলিশগুলো আগামী এক বছর বসে বসে খেতে পারবেন।

 

ইলিশ ভাতের দাওয়াত : কাউকে দাওয়াত দিতে হলে সবাই বলে, ডাল ভাতের দাওয়াত রইল। যেহেতু এখন ইলিশের দাম কম তাই পাবলিক বলতেই পারে। ভাই আমার বাসায় আপনার ইলিশ ভাতের দাওয়াত। এমনটা শুনলে ভয়ের কিছু নেই।

 

ইলিশ বিতরণ : আমাদের দেশে আবার সস্তা জিনিস বিতরণ করার বদঅভ্যাস আছে। যেহেতু ইলিশের দাম কম তাই এই সুযোগে ইলিশ বিতরণ করে নিজের প্রচারণাটা করে ফেলতেই পারেন অনেকে। তবে ফরমালিনমুক্ত ইলিশ হবে কিনা সেটা বলা কঠিন।

 

ফেসবুক হবে ইলিশময় : এ সময় কেউ কিছু কিনলে ফেসবুকে প্রকাশ করে দেয়। যেহেতু আপনি সস্তা পেয়ে হালি হালি ইলিশ কিনে আনবেন। তাই সেই ছবি যদি ফেসবুকে আপ না করেন তাহলে তো টাইমলাইনের ইজ্জিত আহত হয়ে যাবে। সতুরাং বেশি বেশি করে ছবি আপ করে ফেসবুক ইলিশে ভরপুর করে রাখুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর