সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তিনি একজন সুপাত্র

আলিম আল রাজি

তিনি একজন সুপাত্র

ছেলে কী করে?

ছেলে দেশ, সমাজ, রাজনীতি নিয়ে ভাবাভাবি করে। বিভিন্ন সামাজিক সমস্যায় আন্দোলনের ডাক দেয়।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় সমাজবিদ, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে ইতিহাস সংস্কৃতি নিয়ে লেখালেখি করে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় ইতিহাসবিদ, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে বিজ্ঞান, প্রযুক্তি, গ্রহ-নক্ষত্র, গ্রাভিটেশনাল ওয়েভ, আইফোন সেভেন ইত্যাদি নিয়ে গবেষণা করে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় বিজ্ঞানী, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হা-ডু-ডু ইত্যাদি  খেলার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় ক্রীড়াবিদ, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে নারী-পুরুষের মন, প্রেম, ভালোবাসা নিয়ে ভাবে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় মনোবিজ্ঞানী, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে মধ্যবিত্ত সমাজের অর্থনৈতিক টানাপোড়ন নিয়ে ভাবে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় অর্থনীতিবিদ, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

 

ছেলে দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন পাবলিক পরীক্ষা, সেসব পরীক্ষার ফলাফল, পরীক্ষায় উত্তীর্ণ-অনুত্তীর্ণদের নিয়ে গবেষণা করে।

: তাহলে ছেলে নিশ্চয়ই অনেক বড় শিক্ষাবিদ, তাই না?

: আরে ধুর, ওইরকম কিছু না।

: ধুর মিয়া, ছেলে তাহলে করেটা কী?

: ভাই, ছেলে ফেসবুক চালায়। সে একজন ফেসবুক সেলিব্রেটি, অনেক লাইক পায়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর