সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন

প্লিজ, কেউ টাকা ধার চাইবেন না

পূজা, কণ্ঠশিল্পী

প্লিজ, কেউ টাকা ধার চাইবেন না

‘তুমি দূরে দূরে আর থেকো না’ গানটি গেয়ে শেষে কি তাকে কাছে আনতে পেরেছিলেন?

— না, আনবো কীভাবে। মোটা অংকের টাকা ধার নিয়েছে। সে কি আর আসবে।

 

রাস্তায় বের হলে কেউ যদি না তাকায় তাহলে কি করা উচিত?

— মুখোশ পরে বের হওয়া উচিত।

 

স্বপ্নে যা দেখলেন—

— আমি আলাদিনের চেরাগ পেয়েছি। কিন্তু চেরাগে ঘঁষা দিতেই স্বপ্নটা ভেঙে গেল। আফসোস!

 

কখনো কখনো মনে হয়...

— আরও আগে জন্মগ্রহণ করলে আরও আগে গায়িকা হতে পারতাম।

 

যে কথা সবার মানা দরকার—

— নিচের দিকে তাকিয়ে রাস্তায় চলাফেরা করুন। তা না হলে ম্যানহোলে পড়ে যেতে পারেন।

সব সময় সবখানে...

— চুপচাপ থাকবেন না। লোকজন আপনাকে বোকা ভাববে।

 

প্রথম যারে লেগেছে ভালো...

— গান। এখনও সেই ভালো লাগা অটুট আছে। এবার বুঝেন, কতটা ভালো প্রেমিকা আমি।

 

হৃদয়ের কথা বলিতে ব্যাকুল...

— আমার কাছে কাউকে ধার দেওয়ার মতো কোনো টাকা নেই। সুতরাং দয়া করে কেউ টাকা ধার চাইবেন না।

 

প্রেমে সফল হতে হলে কী থাকা প্রয়োজন?

— প্রেমিকার সব কথা মেনে নেওয়ার ধৈর্যের গুণ থাকা প্রয়োজন।

 

প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভালো থাকে কখন?

— যখন প্রেমিক শোনে না প্রেমিকা কি বলে আর প্রেমিকা দেখে না প্রেমিক কি করে।

 

ইন্টারভিউ—ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর