সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুগোপযোগী নির্বাচনী প্রচারণা

সোহানুর রহমান অনন্ত

যুগোপযোগী নির্বাচনী প্রচারণা

এমবি অফার : সবাই এখন ইন্টারন্টেপ্রেমী। তাই প্রচারণা বাড়াতে প্রার্থী এমবি অফার দিতে পারে। যে যত বেশি প্রচারণা চালাবে সে তত বেশি এমনি ফ্রি পাবে। ব্যস, এমন অফার পেলে আমার মনে হয় পাবলিক দলে দলে প্রচারণায় নেমে যাবে।

 

শীতের সবজি বিতরণ : শীতকালে প্রচারণা চালাতে হলে বাড়তি এনার্জি প্রয়োজন হয়। তাই প্রার্থী শীতের সবজি বিতরণের আয়োজন করতে পারেন। পাবলিক দলে দলে সবজি নিতে আসবে। মুলা, ফুলকপি, এসবের মধ্যে প্রার্থীর ছবিযুক্ত স্টিকার লাগাতে হবে এবং সুযোগ মতো প্রার্থী লেকচার দিয়ে নিজের প্রচারণা চালিয়ে নিতে পারবেন।

 

ফেসবুক বিজ্ঞাপন দিয়ে : এখন যেহেতু সবাই ফেসবুকেই বেশি থাকে। তাই প্রার্থী নিজের নাম ছবিযুক্ত একটা বিজ্ঞাপন বানিয়ে ফেসবুকে দিতে পারেন। সেটা যত ছড়িয়ে পড়বে ততই প্রচারণা বাড়তে থাকবে। দরকার হলে ফেসবুকে লাইভে গিয়েও প্রচারণা চালাতে পারেন। এটা করলে অল্প সময়ে প্রার্থী ফেসবুক সেলিব্রেটি হয়ে যাবে বলে জাতি মনে করে।

 

চায়ের দোকান খুলতে পারেন : প্রার্থী রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান খুলতে পারেন। যেহেতু চায়ের দোকানে পাবলিক বেশি আসে। তাই ফ্রি চায়ের সঙ্গে এক ডজন করে প্রচারণা তাদের খাইয়ে দিতে পারে। একবার এমনটা হয়ে গেলে কেবল প্রার্থীর নাম চারদিক ছড়াতেই থাকবে।

সর্বশেষ খবর