সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফেসবুকে যেভাবে চলে প্রেম

আলিম আল রাজি

ফেসবুকে যেভাবে চলে প্রেম

১ জানুয়ারির পরিস্থিতি। তখনো প্রেম হয়নি। কিন্তু ছেলেটি প্রেমে পড়ে গেছে। শুধু প্রস্তাব দেওয়াটা বাকি। তাই ফেসবুক স্ট্যাটাস— ‘স্বপ্নে তার সাথে হয় দেখা।’

 

১০ জানুয়ারির পরিস্থিতি। ছেলেটি প্রস্তাব দিয়েছে। কিন্তু ওপাশ থেকে পরিষ্কার কোনো বার্তা আসেনি। ফেসবুক স্ট্যাটাস— ‘জীবনটা এমন কেন? এত অনিশ্চয়তা কেন?’

 

২০ জানুয়ারির পরিস্থিতি। অবশেষে সফলতার দেখা পায় ছেলেটি। মেয়েটি গ্রহণ করে ছেলের প্রস্তাব। ফেসবুক স্ট্যাটাস— ‘পাইলাম ইহাকে পাইলাম’।

 

২১ জানুয়ারির পরিস্থিতি। দুজনের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন। ফেসবুক পোস্ট— ‘অমুক ইন এ রিলেশনশিপ উইথ তমুক।’

 

২৫ জানুয়ারির পরিস্থিতি। ছেলে-মেয়ের কয়েকবার দেখা-সাক্ষাৎ হয়ে গেছে। ফেসবুক পোস্ট— ‘ফেসবুকে হাতে হাত ধরা ছবি।’

 

৩০ জানুয়ারির পরিস্থিতি। ছেলে-মেয়ের আরও দেখা-সাক্ষাৎ। ফেসবুক পোস্ট— ‘দুজনের পায়ের ছবি।’

 

১০ ফেব্রুয়ারির পরিস্থিতি। প্রেম এখন তুঙ্গে। ফেসবুক পোস্ট— ‘দুজনের পূর্ণদৈর্ঘ্য ছবি।’

 

১৫ ফেব্রুয়ারির পরিস্থিতি। প্রেমে টইটম্বুর অবস্থা। ফেসবুক পোস্ট—  ‘প্রোফাইলে ডুয়েট ছবি।’

 

২৫ ফেব্রুয়ারির পরিস্থিতি। হালকা ঝগড়াঝাটির শুরু। ফেসবুক স্ট্যাটাস দুঃখের গানের কলি— ‘প্লিজ ঘুম হয়ে যাও চোখে।’

 

১ মার্চের পরিস্থিতি। কঠিন ঝগড়াঝাটি, ফেসবুক স্ট্যাটাসে আরও দুঃখ— ‘ফর এভার অ্যালোন’।

 

১০ মার্চের পরিস্থিতি। পুনর্মিলন ফেসবুক স্ট্যাটাস, ফেসবুকে আবার প্রেমের স্ট্যাটাস।

 

২৫ মার্চের পরিস্থিতি। দফায় দফায় ঝগড়া/পুনর্মিলন, ফেসবুক স্ট্যাটাস এবং বার বার স্ট্যাটাস পরিবর্তন।

 

১৫ এপ্রিলের পরিস্থিতি। ঝগড়া, ভুল বোঝাবুঝির চূড়ান্ত অবস্থা ফেসবুক স্ট্যাটাস, দুঃখের স্ট্যাটাস— ‘আই কুইট!’

 

২৫ এপ্রিলের পরিস্থিতি। অবশেষে ছাড়াছাড়ি, ফেসবুক পোস্ট— রিলেশনশিপ স্ট্যাটাস আবার সিঙ্গেলে ফিরে যাওয়া।

 

১ মের পরিস্থিতি। জীবন সম্পর্কে উপলব্ধি করতে পেরে ফেসবুক স্ট্যাটাস— ‘আমাকে ঘুরে দাঁড়াতে হবে, বাবা-মার স্বপ্ন পূরণ করতেই হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর