সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতকালীন রেডিমেড স্ট্যাটাস

রাফিউজ্জামান সিফাত

শীতকালীন রেডিমেড স্ট্যাটাস

গোসল স্ট্যাটাস

শীতে গোসল সংক্রান্ত স্ট্যাটাসের লাইক দাম খুব বেশি। কে  গোসল করে নাই, আর কে করেছে— এমন পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে আপনি সহজেই লাইক কামাই করে নিতে পারেন। উদাহরণস্বরূপ—

 

হ্যালো ফ্রেন্ডস, এই শীতে একদিনও গোসল করি নাই।  তোমরা  কয়দিন গোসল করোনি? কমেন্টে লিখে জানাও।

#আমরা গোসল করি না

 

প্রেম-পিরিতিবিষয়ক

শীতে প্রেমিকদের এবং লিপজেলের  ঠিকমতো মিশ্রণ দিয়ে  স্ট্যাটাস দিতে পারলে কয়েকশ লাইক নিশ্চিত। স্ট্যাটাস হতে পারে এমন—

 

‘জান, শীতের ভোরে লিপজেল হয়ে আমি তোমার কাছে আসতে চাই। দিবে ঠাঁই?’

 

বিয়ে সংক্রান্ত

শীত বিয়ের মৌসুম। লক্ষ্য করলে দেখতে পাবেন, আপনি ছাড়া আপনার ফেসবুকের প্রায় সবারই এই শীতে যেন বিয়ে হয়ে যাচ্ছে। শীতের মৌসুমে ফেসবুক আর ফেসবুক থাকে না, হয়ে যায় বিয়ের কমিউনিটি সেন্টার। তাই এই সুযোগে শীতের সঙ্গে বিয়ের মিশ্রণ করে স্ট্যাটাস দিতে পারলে আপনিও হয়ে যেতে পারেন হাজারখানেক লাইকের মালিক। এ নিয়ে স্ট্যাটাস হতে পারে এমন—

 

গরমের দিনে ছয়টার বেশি মুরগির রোস্ট পেটে চালান করতে কষ্ট হয়। তাই এই শীতে বিয়ে করুন। বন্ধু-স্বজন, এলাকাবাসীকে পেট পুরে খাওয়ান।

 

ছবি পোস্ট

কুয়াশার মাঝে দাঁড়িয়ে শীতের বাহারি সোয়েটার মাফলার চাদর কম্বল কিংবা মাংকি টুপি পরে হাতে চায়ের মগ নিয়ে ছবি পোস্ট দিলেও এই সময় অধিক লাইক কামানো যায়। ক্যাপশন দিতে পারেন—

 

‘শীত উপভোগ করছি ফ্রান্স’

অনেকেই এমন ছবি দিয়ে সফল হয়েছেন

সর্বশেষ খবর