সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফুট ওভারব্রিজের ব্যবহার বাড়ানোর টিপস

ফুট ওভারব্রিজের ব্যবহার বাড়ানোর টিপস

পাবলিকের নিরাপত্তার কথা ভেবে জেব্রাক্রসিং ব্যবহার করে রাস্তা পার হচ্ছে হাঁস ও তার পরিবার

এত এত প্রচারণার পরেও মানুষজন ফুট ওভারব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটেই রাস্তা পার হয়। কীভাবে মানুষকে ফুট ওভারব্রিজ ব্যবহারে আকৃষ্ট করা যায় জানাচ্ছেন— সুমন

 

যারা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেন তাদের আকর্ষণীয় গিফট দেওয়া হবে এটা বললেই ওভারব্রিজ বাদে রাস্তায় একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না!

 

ব্রিজের ওপর ওয়াইফাই ফ্রি করে দিলে মানুষজন আর জোর করলেও ফুট ওভারব্রিজ থেকে নামতেই চাইবে না।

 

ওভারব্রিজ বেয়ে রাস্তা পার হলে দৈনিক যে পরিমাণ ক্যালোরি খরচ হবে সেটাই আপনার শরীর ফিট রাখতে যথেষ্ট এমন স্বাস্থ্য সচেতনতার টিপস শেয়ার করতে পারলে জনগণ নিজেকে ফিট রাখার জন্য হলেও ওভারব্রিজ ব্যবহার করবে।

 

প্রতিটা ওভারব্রিজে একটা করে এলইডি টিভি লাগিয়ে সেখানে দিন রাত হিন্দি সিরিয়াল দেখার সুযোগ করে দিলে লোকজনকে আর টেনেও ওভারব্রিজ থেকে নামানো যাবে না।

 

ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল করলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার ফটো তোলা হবে বললেই দেখবেন লোকজন ছবি তোলার লোভে হুমড়ি খেয়ে ব্রিজে উঠবে।

সর্বশেষ খবর