Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:০০
কমেন্ট ভার্সেস ইনবক্স
কমেন্ট ভার্সেস ইনবক্স

ফেসবুকে তারা কমেন্ট বক্সে একরকম আর ইনবক্সে আরেক রকম। কাদের কথা বলছি? জানাচ্ছেন— সোহানুর রহমান অনন্ত

 

মেয়েদের ছবিতে কমেন্ট করলে : ওহ নো ভাইয়া, আপনি এত সুন্দর কমেন্ট করতে পারেন। আমি তো কমেন্ট পড়ে পুরাই পাগল। জোস, আপনি এত্তগুলা কিউট। আমার অন্য ছবিতেও কমেন্ট চাই।

ইনবক্সে : কী! আমার গালের তিলটা মঙ্গলগ্রহের মতো? মেয়ে পটাতে তো ভালোই পারেন। শোনেন আমিও কিন্তু রেললাইনের চাকা। যতই পাম দেন কাজ হবে না। যান দূরে গিয়ে সাইড লন। নয়তো ব্লক ফায়ার করে লিস্ট থেকে গায়েব করে দেব।

 

ফেসবুক  সেলিব্রেটিদের কমেন্ট করলে : আপনাদের এত ভালোবাসা কোথায় রাখি। আমার পেটে তো গ্যাস হয়ে গেল।

ইনবক্সে : হুম...হুম।

 

পাতি কবিদের কমেন্ট করলে : আপনারা আমার বইটা কেবল নেড়েচেড়ে দেখবেন। প্রয়োজন মনে হলে কিনবেন, না হলে কেনার দরকার নাই। আমি তো বিক্রির আশায় স্ট্যাটাস দিই না।

ইনবক্সে : রেগুলার মেসেজের উত্তর পেতে চাইলে বই কিনে পাশে থাকুন, দরকার হইলে অনলাইনে অটোগ্রাফ দিমু।

এই পাতার আরো খবর
up-arrow