সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দর্শক প্রতিক্রিয়ায় একটি বিদেশি সিরিয়ালের আদর্শ স্ক্রিপ্ট

তানভীর আহমেদ

দর্শক প্রতিক্রিয়ায় একটি বিদেশি সিরিয়ালের আদর্শ স্ক্রিপ্ট

প্রাক্তন প্রেমিকা (বর্তমানে স্ত্রী পরিচয়ে সন্তুষ্ট) ফোন দিয়েছে তার প্রাক্তন প্রেমিক (বউকে পাত্তা দেন না এমন বর্তমান স্বামী)-কে। বর্তমান স্বামী পরিচয়ধারী একটি পুলিশি অভিযানে সামান্য আহত হয়ে ঘরে ফিরছেন। তিনি গাড়িতে, ফোন ধরেছেন তার সহকর্মী। বর্তমান স্ত্রী দাবিদার মানে প্রাক্তন প্রেমিকা উদ্বেগ নিয়ে ফোন দিয়েছেন। তাদের কথোপকথন—

 

বর্তমান স্ত্রী দাবিদার : হ্যালো রাজু!

সহকর্মী : না। আমি তার সহকর্মী। আপনি কে বলছেন?

বর্তমান স্ত্রী দাবিদার : ও কোথায়, ও ফোন ধরছে না কেন?

সহকর্মী : স্যার একটা অপারেশনে ছিলেন, তাই ফোন ধরতে পারেননি।

বর্তমান স্ত্রী দাবিদার : অপারেশন!

[দর্শক প্রতিক্রিয়া : জীবনের প্রথম শুনছে— এত টেনশনের কী আছে?]

সহকর্মী : জি।

বর্তমান স্ত্রী দাবিদার : ওর কিছু হয়নি তো? ওকে ফোনটা দিন একটু...

সহকর্মী : দেখুন আপনার পরিচয় না দিলে উনাকে ফোনটা কীভাবে দেই বলুন?

[দর্শক প্রতিক্রিয়া : আজব তো। আপনার পাশে বসে আছে, ফোনটা দিলেই তো হয়!]

বর্তমান স্ত্রী দাবিদার : তাকে বলুন, আমি তার স্ত্রী।

(সহকর্মী বর্তমান স্বামী পরিচয়ধারীকে বিষয়টা বলেন। তিনি এখন কথা বলবেন না, পরে বলবেন বলে জানান।)

সহকর্মী : স্যার এখন কথা বলবেন না। উনি আপনার সঙ্গে পরে কথা বলবেন।

্ববর্তমান স্ত্রী দাবিদার : কেন? ও কথা বলতে পারবে না কেন?

সহকর্মী : আসলে আমরা একটি অপারেশন থেকে ফিরছি, সবাই খুব ক্লান্ত, উনি পরে কথা বলবেন?

বর্তমান স্ত্রী দাবিদার : ক্লান্ত বলে কি একটু কথা বলা যাবে না— সত্যি করে বলুন ওর কী হয়েছে? (কান্নার শব্দে টিভি ফেটে যাওয়ার দশা)

সহকর্মী : আপনি শান্ত হোন। স্যারের তেমন কিছু হয়নি। উনি ভালো আছেন।

বর্তমান স্ত্রী দাবিদার : ও ভালো থাকলে, কথা বলে না কেন? আমি এক মুহূর্ত ওর গলার শব্দ শুনতে চাই, প্লিজ!

(সহকর্মী বিষয়টা বর্তমান স্বামী পরিচয়ধারীকে বলেন— তিনি পাত্তা দেন না।)

[দর্শক প্রতিক্রিয়া : নিষ্ঠুর পাবলিক]

সহকর্মী : স্যার কথা বলবেন না। দেখুন, আপনি টেনশন করবেন না। উনি ভালো আছেন, সুস্থ আছেন। শুধু হাতে, পায়ে, পেটে, বুকে, মাথায় একটু আঘাত পেয়েছেন— ও কিছু না!

বর্তমান স্ত্রী দাবিদার : কি! (অজ্ঞান হওয়ার দশা)

সহকর্মী : দেখুন, উনি ভালো আছেন। আমরা উনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টেনশন করবেন না—

[দর্শক প্রতিক্রিয়া : শরীরের কোনো জায়গায় তো আঘাত পাওয়ার বাকি নাই। এখন টেনশন না করলে আর কবে করবে?]         (আধা ঘণ্টা এক পর্বের জন্য যথেষ্ট!)

সর্বশেষ খবর