শিরোনাম
সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফ্লাইওভারে যেসব নিরাপত্তা ফলক ব্যবহার করা যেতে পারে

ফ্লাইওভারে যেসব নিরাপত্তা ফলক ব্যবহার করা যেতে পারে

দেশের কোথাও ফ্লাইওভার দেবে যায়, আবার কোথাও বা ফ্লাইওভারের গার্ডার ভেঙে পরে মানুষ মারা যায়। পথচারীর নিরাপত্তার কথা ভেবে ফ্লাইওভারগুলোতে আরও যেসব নিরাপত্তা ফলক ব্যবহার করা যায় সেটাই জানাচ্ছেন— রবিউল ইসলাম সুমন

 

‘সাবধান!

সামনে নির্মাণাধীন ফ্লাইওভার!’

 

‘সামনে ফ্লাইওভারের কাজ চলছে, বুঝেশুনে পা বাড়ান!’

 

‘নিজ দায়িত্বে ফ্লাইওভারের কাছাকাছি যান। কোনো দুর্ঘটনায় পতিত হলে অ্যাক্সিডেন্ট হবে’

 

‘মালামাল নিয়ে ফ্লাইওভারে ওঠা এবং এর আশপাশ দিয়ে হেঁটে যাওয়া রিস্কি!’

 

‘ফ্লাইওভারের কাজ চলছে। এদিকে জ্যাম। অন্য রাস্তা ধরে হাঁটেন’

‘জীবনের মায়া নাই? ফ্লাইওভার থেকে নিরাপদ দূরত্ব রেখে চলাচল করুন’

 

গপ্পো করার আর জায়গা পাইলেন না? ফ্লাইওভারের নিচেই দাঁড়াতে হবে? সইরা দাঁড়ান’

 

‘নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভার এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ!’

 

‘পেপার-পত্রিকা পড়েন না? টিভি দেখেন না? নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভার এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ! বুদ্ধিমান হোন, জীবন বাঁচান’

সর্বশেষ খবর